Site icon Jamuna Television

ফাইজারের টিকা নেয়ার ৬ মাস পরেই ইমিউনিটি ৮০ শতাংশ কমে গেছে: গবেষণা

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের নার্সিং হোমে অবস্থানরত ফাইজারের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণকারী ১২০ জন বৃদ্ধ ও ৯২ জন সেবাদাতার রক্ত পরীক্ষা করে এ তথ্য প্রকাশ করা হয়। খবর, এনডিটিভি’র।

গবেষণাটি পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় ও কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়।

গবেষণাটিতে জানানো হয়, ফাইজার টিকা নেয়ার দুই সপ্তাহের মধ্যেই মানবদেহে এন্টিবডির পরিমাণ ৮০ শতাংশ হ্রাস পায়। তরুণদের তুলনায় বৃদ্ধ ব্যক্তিরা রয়েছেন বেশি ঝুঁকিতে।

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার পরও রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকায় বুস্টার ডোজ গ্রহণের পরামর্শ দিয়েছে গবেষণা দলটি। বৃদ্ধ ব্যক্তিদের জন্য এ বুস্টার ডোজ নেয়া বেশি গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন তারা।

অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ কমাতেও বুস্টার ডোজের গুরুত্বের কথা জানিয়েছেন গবেষণা দলটি। এর আগে করোনা মহামারির শুরুর দিকে, যুক্তরাষ্ট্রে নার্সিং হোমের বাসিন্দাদের টিকাকরণে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলো সরকার।

Exit mobile version