
ফাইল ছবি।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে গণটিকার দ্বিতীয় ডোজের টিকার তারিখ পরিবর্তন করা হয়েছে। ৭ ও ৮ সেপ্টেম্বর যাদের দ্বিতীয় ডোজ টিকা নেয়ার তারিখ ছিল তাদেরকে দুই দিনের টিকা একদিনে অর্থাৎ আগামীকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দেয়া হবে।
সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে স্বাস্থ্য অধিদফতরের ফেসবুক লাইভে বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন টিকাকেন্দ্রে যারা গত ৭ ও ৮ আগস্ট গণটিকা নিয়েছিলেন তারা আগামী ৭ ও ৮ সেপ্টেম্বরের বদলে ৭ তারিখ টিকা নিবেন।
একইভাবে, যারা গত ৯ ও ১০ আগস্ট গণটিকা নিয়েছিলেন তারা আগামী ৯ ও ১০ সেপ্টেম্বরের বদলে ৮ তারিখ টিকা নিবেন। এবং যারা ১১ ও ১২ আগস্ট গণটিকা নিয়েছিলেন তারা আগামী ১১ ও ১২ সেপ্টেম্বরের বদলে ৯ তারিখ টিকা নিবেন।
তিনি আরও বলেন, সবাইকে পূর্বের নির্ধারিত কেন্দ্র থেকেই দ্বিতীয় ডোজের টিকা নিতে হবে। এবং সবাইকে জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড নিয়ে আসতে হবে বলেও জানান তিনি।
ঢাকার দুই সিটি করপোরেশনের বাহিরে এবং সারাদেশে অন্য সকল কেন্দ্রের গণটিকার তারিখ অপরিবর্তিত থাকবে।



Leave a reply