Site icon Jamuna Television

কার্যালয়ে ঢুকে সরকারি প্রকৌশলীকে মারধর করলো ঠিকাদার

অভিযুক্ত ঠিকাদার মোখলেসুর রহমান নয়ন।

পাবনায় গণপূর্ত বিভাগের কার্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানটিতে কর্মরত এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা গণপূর্ত ভবনে নির্বাহী প্রকৌশলীর কক্ষে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ঐ প্রকৌশলীর নাম আব্দুস সাত্তার। তিনি প্রতিষ্ঠানটিতে উপ-সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে নিযুক্ত।

পাবনা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা জানান, সোমবার দুপুরে গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদার নূর কনস্ট্রাকশনের মালিক মোখলেসুর রহমান নয়ন আব্দুস সাত্তারের সঙ্গে কাজ নিয়ে কথা বলতে আসেন। আব্দুস সাত্তার তাকে নির্ধারিত সময়ে সঠিকভাবে কাজ শেষ করার তাগিদ দিলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং তাকে কিল-ঘুষি ও লাথি মারতে শুরু করেন। চিৎকারের শব্দ শুনে অফিসের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক গণপূর্ত বিভাগের একটি সূত্র জানায়, নয়নের সাথে যোগসাজশ আছে পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিমের। তার সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন নয়ন।

লাঞ্ছনার ঘটনায় সোমবার সন্ধ্যায় ঠিকাদার নয়নের বিরুদ্ধে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী আব্দুস সাত্তার।

এ বিষয়ে জানতে চাইলে পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম বলেন, আব্দুস সাত্তারকে মারপিটের ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছি। নয়নের সঙ্গে আমার কোনো ঘনিষ্ঠতা নেই। সে গণপূর্ত বিভাগের একজন ঠিকাদার মাত্র। অসাধু সিন্ডিকেটের কথামতো কাজ না করায় আমাকে জড়িয়ে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

অভিযোগ সম্পর্কে জানতে ঠিকাদার মোখলেসুর রহমান নয়নকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। শহরের ছাতিয়ানিতে তার বাসায় গিয়েও মেলেনি হদিস।

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, ভুক্তভোগী প্রকৌশলী থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

Exit mobile version