
ছবি: সংগৃহীত
পানশির উপত্যকায় তালেবানের বিজয়কে আবারও প্রত্যাখ্যান করলো প্রতিরোধ বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট বা এনআরএফ।
সোমবার সামাজিক মাধ্যমে দেয়া এক অডিও বার্তায় তালেবানের বিরুদ্ধে ‘জাতীয় আন্দোলনের’ ডাক দিয়েছেন প্রতিরোধ বাহিনীর নেতা আহমেদ মাসুদ।
তিনি বলেন, পানশিরের সব কৌশলগত অবস্থান গুলোতে প্রতিরোধ যোদ্ধারা রয়েছে এবং তালেবানের বিরুদ্ধে লড়াই চালছে এখনও। এসময় তিনি, দেশের স্বাধীনতা ও সমৃদ্ধির স্বার্থে সবাইকে আন্দোলনে নামার আহ্বান জানান। একই সাথে তালেবানকে বৈধতা দেয়া এবং তাদের সামরিক ও রাজনৈতিক আত্মবিশ্বাসের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ী করেন মাসুদ।
এর আগে, সোমবার আনুষ্ঠানিক ভাবে পানশিরে নিজেদের বিজয় ঘোষণার পর সেখানকার প্রাদেশিক গভর্ণরের কার্যালয়ে পতাকা উড়ায় তালেবান। তার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয় সামাজিক মাধ্যমে। এছাড়া সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহসহ প্রতিরোধ বাহিনীর নেতারা দেশ ছেড়েছে এবং আত্মগোপনে গেছে বলে জানায় তালেবান।
এনএনআর/



Leave a reply