Site icon Jamuna Television

কূপের মধ্যে চিতাবাঘের মুখোমুখি, থাবা উঁচিয়ে রুখে দাঁড়াল বিড়াল (ভিডিও)

দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় বাঘের সামনে রুখে দাঁড়ালো বিড়াল।

জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল একটি চিতাবাঘ। সেখানে একটি বিড়ালকে ধাওয়া করতে করতে একটা কূপে পড়ে যায় চিতাবাঘ। সেই কূপে পড়েছিল বিড়ালটাও। কূপের মধ্যেই বাঘের মুখোমুখি হয় বিড়াল। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। যা ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের নাশিকের একটি গ্রামে। স্থানীয়রা খবর দিলে বন দফতরের কর্মীরা এসে উদ্ধার করেন চিতাবাঘটিকে।

ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কূপের মধ্যে মুখোমুখি চিতাবাঘ এবং বিড়াল। তারা দু’জনে নিজেদের থেকে কয়েক হাত দূরে বসে আছে। চিতাবাঘটি তার দিকে তেড়ে গেলেই থাবা উঁচিয়ে রুখে দাঁড়ায় বিড়ালটি। এ ভাবেই কয়েক সেকেন্ড মুখোমুখি অবস্থানে থাকতে দেখা গেছে তাদের।

পরে বনকর্মীরা এসে উদ্ধার করেন চিতাবাঘকে। নাশিক পশ্চিম বিভাগের এক কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, বিড়ালকে ধাওয়া করতে গিয়ে কূপে পড়ে যায় একটি চিতাবাঘ। পরে সেটাকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

Exit mobile version