Site icon Jamuna Television

ইসরায়েলের হাই সিকিউরিটি কারাগার থেকে সুড়ঙ্গপথে পালালো ৬ ফিলিস্তিনি

ইসরায়েলের হাই সিকিউরিটি কারাগার থেকে সুড়ঙ্গপথে পালালো ৬ ফিলিস্তিনি

ছবি: সংগৃহীত

নিরাপত্তাবাহীনির চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় ইসরায়েলের একটি কারাগার থেকে পালিয়েছে ৬ ফিলিস্তিনি। স্থানীয় সময় রোববার রাতে টয়লেটের স্লাব ভেঙে টানেল দিয়ে পালিয়ে যায় আসামিরা।

এরপরই পলাতকদের ধরতে পশ্চিমতীরসহ আশপাশের এলাকায় অভিযানে নামে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রাস্তা বন্ধ করে চলছে সন্ধান।

প্রশাসনের ধারণা, কারাগারের বাইরে থেকে কারও সহায়তায় পালিয়েছে হাজতিরা।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, আবারও পালানোর চেষ্টা করতে পারে আসামীরা এমন সতর্কতায় সরিয়ে নেয়া হচ্ছে ৪শ’ কারাবন্দিকে।

এনএনআর/

Exit mobile version