Site icon Jamuna Television

পেলের পেটে অস্ত্রোপচারে টিউমার অপসারণ

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। ছবি: সংগৃহীত

গেল ছ’দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। এরইমধ্যে তার পেটে একটি টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়েছে।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন পেলে নিজেই। এরআগে তার গুরুতর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে পেলে নিজেই বিষয়টি সবাইকে নিশ্চিত করেন।

তবে শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি হন তিনবারের বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার। এরপর বেশ কয়েকটি পরীক্ষা শেষে তার পেটে টিউমারের উপস্থিতি পান চিকিৎসকরা। দ্রুতই টিউমার অপসারণে অস্ত্রোপচার করা হয়।

Exit mobile version