Site icon Jamuna Television

বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘চিরঞ্জীব মুজিব’

বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘চিরঞ্জীব মুজিব’

ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রটির নিবেদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোটবোন শেখ রেহানা।

চলচ্চিত্রটি সংলাপ ও পরিচালনা করেছেন নজরুল ইসলাম নিজেই। চিত্রনাট্য রচনা করেছেন জুয়েল মাহমুদ। সিনেমাতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। বেগম ফজিলাতুন্নেছা রেণুর চরিত্রে পূর্ণিমা এবং বঙ্গবন্ধুর বাবা ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে খায়রুল আলম সবুজ এবং দিলারা জামান।

গত ২৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনেমাটির পোস্টার উদ্বোধন করেন। খুব শীঘ্রই মুক্তি পাবে সিনেমাটি।

এনএনআর/

Exit mobile version