Site icon Jamuna Television

আফগান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কাতারে পৌঁছেছেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি: সংগৃহীত

আফগান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কাতারে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক উদ্ধার তৎপরতা নিয়ে কাতার সরকারের সাথে কথা বলবেন তিনি।

স্থানীয় সময় সোমবার (৬ সেপ্টেম্বর) দোহায় পৌঁছান তিনি। এই সফরে আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক এবং দেশ ছাড়তে চাওয়া আফগানদের উদ্ধার তৎপরতা নিয়ে কাতার সরকারের সাথে আলোচনা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে তালেবানের কোনও প্রতিনিধির সাথে তিনি সাক্ষাৎ করবেন না বলে জানানো হয়।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ব্লিঙ্কেন সরাসরি তালেবানের সাথে বৈঠকে না বসলেও তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবে ওয়াশিংটন।

কাতার সফর শেষে জার্মানি যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। সেখানে ২০ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আফগান ইস্যু নিয়ে বৈঠক করবেন তিনি।

এদিকে, স্থলপথে আফগানিস্তান ছেড়েছেন চার মার্কিন নাগরিক। এমন তথ্য দিচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। তবে তারা কোন দেশে গেছেন তা স্পষ্ট করে বলা হয়নি।

Exit mobile version