Site icon Jamuna Television

ইসরায়েলের জেল থেকে ফিলিস্তিনি বন্দি পালানোয় মিষ্টি বিতরণ হামাসের

ইসরায়েলের জেল থেকে ফিলিস্তিনি বন্দি পালানোয় মিষ্টি বিতরণ হামাসের

ছবি: সংগৃহীত

ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনি বন্দি পালানোর ঘটনায় সোমবার গাজায় মিষ্টি বিতরণ করেছে হামাস।

পলাতক ওই ছয় ফিলিস্তিনিকে হিরো হিসেবে অভিহিত করেছে সংগঠনটি। একে ফিলিস্তিনের বিজয় হিসেবেও দেখছে তারা।

হামাসের মুখপাত্র ফাউজি বারহোম বলেন, ইসরায়েলের কঠোর নিরাপত্তা সম্বলিত জেল থেকে পালিয়ে তারা সাহসের পরিচয় দিয়েছেন। নিপীড়িত ফিলিস্তিনিদের কাছে তারা রোল মডেল হয়ে থাকবেন। এমনকি এই ঘটনার মাধ্যমে তাদের মুক্তির লড়াই আরও দৃঢ় হলো বলেও মন্তব্য করেন বারহোম।

এনএনআর/

Exit mobile version