Site icon Jamuna Television

শীর্ষ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র গবেষক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুসলিম যুবক গ্রেফতার

ইসরাইলের মহাকাশ সংস্থার সাবেক প্রধান আভিহার ইভান।

ইসরায়েলের শীর্ষ ক্ষেপণাস্ত্র ও মহাকাশ গবেষক আভিহার ইভান (৮৪) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক মুসলিম যুবককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, ইসরাইলের অ্যাটর্নি জেনারেলের নির্দেশে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। কয়েক মাস আগে গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময় দেশটিতে বসবাসরত মুসলিমদের সঙ্গে ইহুদিদের যে সংঘর্ষ হয়, তাতে ওই ইসরাইলি বিজ্ঞানী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মারা যান ওই বিজ্ঞানী।

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র গবেষক ও মহাকাশ বিজ্ঞানী আভিহার ইভান দখলদার ইসরাইলের মহাকাশ সংস্থার সাবেক প্রধান ছিলেন। এই বিজ্ঞানী দেশপটির ক্ষেপণাস্ত্র শিল্পেও ব্যাপক অবদান রেখেছেন। তার অবদানের জন্য ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিজ্ঞানীকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করেছিল।

/এসএইচ

Exit mobile version