Site icon Jamuna Television

সশস্ত্র বাহিনী বিভাগে ফিরলেন বিজিবি মহাপরিচালক আবুল হোসেন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল আবুল হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়েছে সরকার। বিজিবির দায়িত্বে আবুল হোসেন প্রেষণে বিজিবিতে দায়িত্বরত এই সেনা কর্মকর্তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার রাতে আদেশ জারি করেছে।

৫৬ বছর বয়সী আবুল হোসেন এ মাসের মাঝামাঝিতেই অবসরে যাচ্ছেন। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পদে মেজর জেনারেল আবুল হোসেনের উত্তরসূরি হিসেবে কে আসছেন, সে বিষয়ে নতুন কোনো আদেশ এখনও হয়নি।

২০১৬ সালের ২ নভেম্বর থেকে বিজিবিতে দায়িত্বরত আবুল হোসেন ১৯৮০ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ২০১৬ সালের ২ নভেম্বর বিজিবির মহাপরিচালকের দায়িত্ব পান। পদাধিকার বলে তিনি সীমান্ত ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। তার আগে তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর দায়িত্বও পালন করেছিলেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তা আবুল হোসেন। ১৯৬২ সালে জন্ম নেওয়া মেজর জেনারেল আবুল হোসেনের বাড়ি পটুয়াখালী জেলায়।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version