Site icon Jamuna Television

মেসিকে ক্লাবে রাখা নিয়ে বার্সাকে ব্ল্যাকমেইল করতে চেয়েছিল লা লিগা

ফাইল ছবি

লিওনেল মেসিকে ক্লাবে ধরে রাখা নিয়ে বার্সেলোনাকে নাকি ব্ল্যাকমেইল করতে চেয়েছিলো লা লিগা! এমএল টেনের দলবদলের এক মাস পর এমনটাই জানালেন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা।

সেই সাথে লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের সাথে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দ্বন্দের কথাও প্রকাশ্যে এনেছেন তিনি। সিভিসির সাথে চুক্তিবদ্ধ ছিল লা লিগা, যে চুক্তিতে বার্সা ও রিয়ালকে স্বাক্ষর করতে বলেছিল লা লিগা কর্তৃপক্ষ। কিন্তু তাতে আর্থিক ক্ষতির সম্ভবনা থাকায় চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হয়নি এই দুই স্প্যানিশ জায়ান্ট।

বার্সাকে সিভিসি’র সাথে চুক্তি স্বাক্ষরে রাজি করাতে নাকি রাখা হয়েছিল বিকল্প প্রস্তাব। বলা হয়েছিল চুক্তি স্বাক্ষর করলে মেসির বেতন নিয়ে কোন আপত্তি করবে না লা লিগা। কিন্তু সেই প্রস্তাবে বার্সা রাজি না হওয়ায় মেসির ব্যাপারে সিদ্ধান্ত বদলে ফেলে তারা।

/এসএইচ

Exit mobile version