Site icon Jamuna Television

করোনায় বিশ্বের সবচেয়ে প্রবীণ ক্রিকেটারের মৃত্যু

৯৮ বছর বয়সে মৃত্যু বরণ করেছেন জন ওয়াটকিন্স।

করোনায় প্রাণ হারিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জন ওয়াটকিন্স। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৯৮ বছর।

বিশ্বের সবচেয়ে প্রবীণ ক্রিকেটার ছিলেন সাবেক এই প্রোটিয়া অলরাউন্ডার। ১৯৪০-৫০ এর দশকে আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। ১৯৪৯ সালে টেস্ট অভিষেক হয় এই মিডল অর্ডার ব্যাটসম্যান ও মিডিয়াম পেসারের।

১৯৭৫ সালে অবসর নেয়ার আগে ১৫ টেস্ট খেলে তিন ফিফটিতে করেন ৬১২ রান। সেইসঙ্গে ২৮ গড়ে নেন ২৯ উইকেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬০টি ম্যাচ খেলে করেছেন ২ হাজার ১৫৮ রান। নিয়েছিলেন ৯৬ উইকেট।

/এসএইচ

Exit mobile version