বনের মাঝে হারিয়ে যাওয়ার তিনদিন পর অলৌকিকভাবে উদ্ধার হলো তিন বছরের শিশু। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ঘটেছে এই আশ্চর্যজনক ঘটনা। গত শুক্রবার নিজ গ্রাম থেকে হারিয়ে যায় অটিজমে আক্রান্ত শিশু, অ্যাজ। পুলিশ ও জরুরি বিভাগের রুদ্ধশ্বাস চেষ্টায় সোমবার বনের একটি নালার কাছে মেলে তার সন্ধান। অ্যাজ’কে ফিরে পেয়ে আনন্দের জোয়ার তার গ্রামে।
নিউ সাউথ ওয়েলসের পুলিশ বিভাগের হেলিকপ্টার থেকে যখন ছোট্ট অ্যাজ’কে দেখা যায়; তখন বনেরই একটি নালা পানি খাচ্ছিল সে; চোখেমুখেও ছিটচ্ছিল পানি। জরুরি বিভাগের সদস্যরা যখন তার কাছে পৌঁছায়, হাসিমুখে আলিঙ্গন করে অ্যাজ।
হান্টার অঞ্চলে নিজ গ্রাম থেকে দেড় হাজারের ফুটের বেশি দূরত্বে খুঁজে পাওয়া যায় অ্যাজকে। ও কীভাবে সেখানে পৌঁছালো, কিংবা বনের মাঝে একাকী তিন দিন-তিন রাত কীভাবে কেটেছে ছোট্ট অ্যাজের, তা জানার উপায় নেই। তবে সন্তান ফিরে পেয়েই বাঁধভাঙা খুশি বাবা-মায়ের।
অ্যাজের বাবা অ্যান্থনি এলফালাক বলেন, পুলিশ ও জরুরি বিভাগের কর্মীরা মিলে তন্ন তন্ন করে খুঁজেছি। এখানেও কিন্তু খুঁজেছিলাম। সত্যি এটা অলৌকিক।
অ্যাজ নিখোঁজের পর উদ্ধার অভিযানে নামেন পুলিশ ও জরুরি বিভাগের কয়েকশ’ কর্মী। রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলো, পরিবার থেকে গ্রামবাসী সবাই। তাকে নিরাপদে ফিরে পাওয়ায় উচ্ছ্বসিত সবাই। উদ্ধারকর্মীরা বলছেন, পানির সন্ধান পাওয়াতেই সুস্থ ছিল অ্যাজ।
নিউ সাউথ ওয়েলস পুলিশ সুপার ট্রেসি চ্যাপম্যান বলেন, সবচেয়ে বড় ব্যাপার খুব স্বস্তি লাগছে। তিনটি দিন হন্যে হয়ে খুঁজেছি। আজ সত্যিই ভালো খবর দিতে পারছি।
স্টেট ইমারজ্যান্সি সার্ভিসের চিফ ইন্সপেক্টর সিমন মেরিক জানান, হেলিকপ্টার থেকে তার অবস্থান নিশ্চিত করা গেছে। আমাদের প্রথম যে সদস্য তার কাছে পৌঁছেছে, কাঁধে হাত দিয়ে আশ্বস্ত করেছিলো। শিশুটি তার হাঁটুতে উঠে বসে। পরে হাসিমুখে জড়িয়ে ধরে।
হাসপাতালে পর্যবেক্ষণের পর বাড়িতে ফিরিয়ে নেয়া হয়েছে অ্যাজকে। ন্যাপি র্যাশ, পড়ে গিয়ে কিছু ছোটখাটো আঘাত আর পিঁপড়ার কামড়ের দাগ পাওয়া গেছে অ্যাজের শরীরে। এছাড়া শারীরিকভাবে সুস্থই আছে সে।

