Site icon Jamuna Television

ভারতের বন্দরে স্থান সংকট, তাই বেনাপোল বন্দরে তীব্র যানজট

বেনাপোল প্রতিনিধি:

ভারতের পেট্রোপোল বন্দরে স্থান সংকটের কারণে বাংলাদেশের বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিতে ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে। ভারতে রফতানির অপেক্ষায় অন্তত ৭শ ট্রাক পণ্য নিয়ে দাঁড়িয়ে আছে বেনাপোল বন্দর এলাকায়। ফলে বন্দর এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে দেখা যায়, রফতানি পণ্যবোঝাই প্রায় ৬শ ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় বেনাপোল বন্দরের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে। বন্দরের সাথে জড়িত ব্যবসায়ীরা বলছেন, বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় সেখানে জায়গা সংকট প্রাত্যহিক একটি সমস্যা।

বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক আ. লতিফ জানান, ইদানীং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ পণ্য রফতানি হচ্ছে ভারতে। রফতানি পণ্যের মধ্যে সয়াবিন, চাউলের ভূষি ও রেডিমেট গার্মেন্টস সবচেয়ে বেশি। প্রতিদিন ৭০০-৮০০ ট্রাক পণ্য বেনাপোল বন্দর আটকে থাকছে। আর এর ফলে বেনাপোল এলাকায় সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট।

বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম জানান, আজ মঙ্গলবার ভারতে প্রবেশের অপেক্ষায় পণ্য বোঝাই প্রায় ৬শ ট্রাক বেনাপোল আটকে আছে। এর মধ্যে ভারত মাত্র ১৯০ ট্রাক পণ্য গ্রহণ করেছে। তবে রফতানি সমস্যা আগামী এক সপ্তাহের মধ্যে সমাধান করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে বছরে ৪০ হাজার কোটি টাকার বানিজ্য সম্পন্ন হয়ে থাকে। প্রতিদিন বাংলাদেশ থেকে রফতানি করা ১৫০ ট্রাক পণ্য গ্রহণ করে ভারত। অন্যদিকে বাংলাদেশ ভারত থেকে প্রতিদিন অন্তত ৪০০ ট্রাক পণ্য আমদানি করে।

Exit mobile version