Site icon Jamuna Television

দেশে করোনায় আরও ৫৬ মৃত্যু, শনাক্ত ২ হাজার ৬৩৯

ছবি: প্রতীকী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫৬ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৬ হাজার ৬৮৪ জনের। গতকাল করোনায় মৃত্যু হয়েছিল ৬৫ জনের। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৯.৬৯ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ২৩৩টি।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৬৩৯ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৫৬৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ৫৬ জনের মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী ৩৭ জন। সর্বোচ্চ ২০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রামে বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৫ জন, ময়মনসিংহ ১ জন এবং রংপুর বিভাগে ২ জন মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

Exit mobile version