
ইউএস ওপেনের কোয়ার্টারে নোভাক জোকোভিচ।
কষ্টার্জিত জয়ে আসরের শেষ আট নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ। তিনি ১-৬, ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন ২০ বছর বয়সী মার্কিন প্রতিপক্ষ ব্রুক্সবিকে।
বিশ্বের এক নম্বর তারকা সেইসাথে এবারের আসরের ফেভারিট। সেই জোকোভিচ কিনা হেরে বসলেন প্রথম সেটে! মাত্র ৩০ মিনিটের লড়াইয়ে ৬-১ গেইমের দাপুটে জয় তুলে নেন ব্রুক্সবি। কিন্তু দ্বিতীয় সেটেই জয়রথ থামে এই মার্কিন তরুণের। ৬-৩ গেইমের জয়ে ম্যাচে ফেরেন জোকোভিচ।
শেষ দুই সেটেও অপ্রতিরোধ্য এই সার্বিয়ান। সব মিলিয়ে ৩-১ সেটের জয়ে শেষ আটে পা রাখেন তিনি। কোয়ার্টারে জোকোভিচের বিরুদ্ধে লড়বেন মাতেও বেরেত্তিনি।
/এসএইচ



Leave a reply