Site icon Jamuna Television

হেয়ার স্ট্রেটনার ছাড়াই ‘স্ট্রেট হেয়ার’ পাওয়ার প্রাকৃতিক উপায় জেনে নিন

ছবি: সংগৃহীত

স্ট্রেট হেয়ার এখন ফ্যাশনের অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে পার্লারে গিয়ে বিভিন্ন রাসায়নিক পদার্থ বা হেয়ার স্ট্রেটনার ব্যবহারে চুল হয়ে উঠতে পারে রুক্ষ এবং নিষ্প্রাণ।

তবে উপায় আছে। হাতের কাছে সহজলভ্য প্রাকৃতিক উপাদান দিয়ে সহজেই মেটাতে পারেন স্ট্রেট হেয়ার পাওয়ার স্বাদ।

এর জন্য প্রয়োজন হবে-
থেতো করা দু’টি পাকা কলা, দুই টেবিল চামচ মধু, দুই টেবিল চামচ অলিভ অয়েল এবং এক টেবিল চামচ টক দই।

প্রথমে সব ক’টি উপকরণ একসঙ্গে খুব ভালভাবে মিশিয়ে মাস্ক তৈরি করুন। এরপর সেই মিশ্রণ চুলে মাখিয়ে নিন। মাস্কটি আধা ঘণ্টা রেখে পরে সাধারণ পানি দিয়ে ধুয়ে নিন।

সাথে সাথে শ্যাম্পু না করে পরের দিন করতে পারলে সবচেয়ে ভাল ফল পাওয়া যাবে। সপ্তাহে তিন দিন এইভাবে মাস্ক ব্যবহার করলে কয়েক মাসের মধ্যেই চুল অনেকটাই ‘স্ট্রেট’ হয়ে যাবে।

Exit mobile version