Site icon Jamuna Television

অস্ত্রোপচার সফল হয়েছে এনামুল হক বিজয়ের

এনামুল হক বিজয়।

গত সোমবার (৬ সেপ্টেম্বর) সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের হাতে। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা এনামুলের চিকিৎসা চলছে বিসিবির তত্ত্বাবধানে।

কয়েকদিন চিকিৎসার পর বিজয়ের হাতে অস্ত্রোপচার করা হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে লিখেছেন, তিনি এখন ভালো আছেন। সেই সাথে সব কিছু দ্রুত ব্যবস্থা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিসিবির প্রতি।

এছাড়াও তিনি ধন্যবাদ জানিয়েছেন তার চিকিৎসক দেবাশিস চৌধুরিকে। এর আগে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করার জন্য অনুশীলনের সময় বাঁ হাতে চোট পান এনামুল।

Exit mobile version