Site icon Jamuna Television

সিরিজ নিশ্চিত নাকি সিরিজে সমতা, কী হবে কাল চতুর্থ ম্যাচে?

ছবি: সংগৃহীত

সিরিজ নিশ্চিত নাকি সিরিজে সমতা, এমন দুই ভিন্ন সমীকরণ সামনে নিয়ে আগামীকাল (৮ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল চারটায়।

সিরিজের প্রথম দুই ম্যাচে জয় নিয়ে ২-০ তে এগিয়ে ছিল বাংলাদেশ টাইগাররা। কিন্তু তৃতীয় ম্যাচে হেরে সিরিজে ফিরে আসে কিউইরা। ফলে চতুর্থ ম্যাচের আগে ২-১ ব্যবধানে দাঁড়িয়ে আছে এই সিরিজ।

কালকের ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজে জয় নিশ্চিত করবে বাংলাদেশ। অপরদিকে এই ম্যাচে জয় পেয়ে সিরিজে সমতা তৈরির সুযোগ থাকছে নিউজিল্যান্ডের। কাল তাই সিরিজ জয়ের উৎসব করবে মাহমুদউল্লাহর বাংলাদেশ নাকি সিরিজে সমতা আনতে সমর্থ হবে টম ল্যাথামের নিউজিল্যান্ড, সেটি নির্ধারিত হবে মিরপুরে।

Exit mobile version