Site icon Jamuna Television

মমতার আদলে দুর্গা প্রতিমা তৈরি করায় তুমুল বিতর্ক

ছবি: সংগৃহীত

মমতার আদলে দুর্গা প্রতিমা বানিয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন কলকাতার এক প্রতিমা শিল্পী। মুখ্যমন্ত্রীর চেহারার আদলে দুর্গা প্রতিমা তৈরি নিয়ে মুখোমুখি অবস্থানে বিজেপি-তৃণমূল কংগ্রেস।

কলকাতার নজরুল পার্ক উন্নয়ন সমিতির পূজার নামকরণ করা হয়েছে ‘তুমিই ভরসা’। যেখানে মমতার আদলে তৈরি দুর্গার হাতে থাকবে রাজ্যের দশ যুগান্তকারী সরকারি প্রকল্পের প্রতীক। তবে পূজার জন্য গড়া হচ্ছে না এ মূর্তি।

এদিকে এ ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এক বিজেপি নেতা। একে হিন্দুবিরোধী কাজ বলে মন্তব্য করেছেন তিনি। এই কাজের মাধ্যমে দেবী দুর্গাকে অপমান করা হয়েছে বলেও দাবি তার। তবে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

ইউএইচ/

Exit mobile version