Site icon Jamuna Television

৩৯ বছর কোমায় থেকে মারা গেলেন ফ্রান্সের ফুটবলার আদাম

৩৯ বছর কোমায় থেকে মারা গেলেন ফ্রান্সের ফুটবলার আদাম

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৯ বছর কোমায় থেকে ৭৩ বছর বয়সে মারা গেছেন ফ্রান্সের সাবেক ফুটবলার জ্যাঁ-পিয়ের আদাম। সোমবার নিজ বাসায় কোমার মধ্যে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

হাঁটুর চোট সারাতে প্রায় চার দশক আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু অস্ত্রপচারের সময় ভুল অ্যানেসথেসিয়ায় আর জ্ঞান ফেরেনি তার। এরপর স্ত্রী বেহেনাদেতের পরম যত্নে পার করেছেন ৩৯ বছর। এবার ভালোবাসার বন্ধন ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।

ফ্রান্সের হয়ে ১৯৭২ থেকে ১৯৭৬ পর্যন্ত ২২ ম্যাচ খেলেছেন সেনেগালিজ বংশদ্ভুত এই ফুটবলার। খেলেছেন ফরাসি ক্লাব পিএসজি ও নিমের হয়ে।

আদামের মৃত্যুতে শোক জানিয়েছে ক্লাব দু’টি। সেইসাথে মোনাকোর বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে তার প্রতি শ্রদ্ধা জানাবে নিমে।

এনএনআর/

Exit mobile version