Site icon Jamuna Television

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগুন নিভে গেছে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন এখন নিভে গেছে।

রাজধানীর সেগুনবাগিচায় আজ বুধবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিস সেখানে দ্রুত ছুটে গিয়েছিল তবে তাদের কোনো কাজ করতে হয়নি। মন্ত্রণালয়ের লোকজনই ততক্ষণে আগুন নিভিয়ে ফেলে। এই দুর্ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আগুনের উৎপত্তি সম্পর্কে ফায়ার সার্ভিস জানিয়েছে, মন্ত্রণালয়ের ৬ তলায় এসি থেকে আগুন লেগেছিল।

Exit mobile version