Site icon Jamuna Television

জয়পুরহাটে বিএনপির অবস্থান কর্মসূচি

জয়পুরহাট প্রতিনিধি
জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলায় কারাদণ্ডাদেশ দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম, জেলা বিএনপির সহ সভাপতি ফজলুর রহমান, অধ্যক্ষ শামছুল আলম, মমতাজ উদ্দিন মণ্ডল, সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তোতা, শহর বিএনপির যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, মুশফিকুল আলম বুলু, যুবদল নেতা রহুল আমিন ফারুক প্রমুখ।

Exit mobile version