Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় পাঠকের বিরূপ মন্তব্যের জন্য মামলা হবে গণমাধ্যমের বিরুদ্ধেই

ছবি: সংগৃহীত

এখন থেকে অস্ট্রেলিয়ায় কোনো গণমাধ্যমের সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশিত কনটেন্টে কোনো পাঠক আপত্তিকর মন্তব্য করলে তার খেসারত দিতে হবে ওই গণমাধ্যমকেই। বুধবার (৮ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। খবর বিবিসির।

অস্ট্রেলিয়ার আদালতের এই ধরনের সিদ্ধান্ত আসে ডিলান ভলার নামের এক ব্যক্তির করা মামলার প্রেক্ষিতে। ২০১৭ সালে কিশোর অবস্থায় দেশটির কারাগারে বন্দি থাকাকালীন তার প্রতি হওয়া সহিংসতার কয়েকটি ভিডিও ফুটেজ প্রকাশ পায় গণমাধ্যমে। সেগুলো শেয়ার হয় ফেসবুকেও।

ওই পোস্টের নিচে পাঠকদের ঘৃণামূলক মন্তব্যের জন্য দ্য সিডনি মর্নিং হেরাল্ড এবং স্কাই নিউজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি। দীর্ঘ চার বছর ধরে মামলা লড়ার পর অবশেষে বুধবার এক রায়ে অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্ট এ সিদ্ধান্ত জানান।

তবে ডিলানের মামলা আবারও নিম্ন আদালতে পাঠানো হয়েছে এ দিন। ফেসবুকে তার বিরুদ্ধে করা মন্তব্যগুলো আদৌ মানহানিকর কিনা তা নিয়ে এখনো যাচাই-বাছাই করবেন আদালত।

মামলায় সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো এর বিরুদ্ধে যুক্তি দেয়ার চেষ্টা করেন। তাদের দাবি ছিল, কোনো কনটেন্টে পাঠকের করা বিরুপ মন্তব্যের দায় কোনোভাবেই গণমাধ্যমের হতে পারে না। এর বিপরীতে আদালত বলেন, কোনো গণমাধ্যম যখন কোনো কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে, তখন পাঠক এবং তাদের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে সংবাদমাধ্যমটির স্পষ্ট ধারণা থাকতে হবে।

এদিকে, ডিলানের আইনজীবীদের মতে, এই মামলাটি ঐতিহাসিক। এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কোনো সংবাদের কারণে ব্যক্তি পর্যায়ে কেউ আর হেনস্তা হবে না।

Exit mobile version