Site icon Jamuna Television

আবরার হত্যা মামলায় ২৫ আসামির বিরুদ্ধে পুনরায় অভিযোগ গঠন

ফাইল ছবি।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় ২৫ আসামির বিরুদ্ধে পুনরায় অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আসামিদের বিরুদ্ধে পুনরায় অভিযোগ করেন। মামলাটিতে অভিযোগ গঠনের সময় কিছু অংশ বাদ গিয়েছিল বলে ট্রাইব্যুনালে জানিয়েছিলেন রাষ্ট্রপক্ষের কৌসুলি আবু আবদুল্লাহ ভুঁইয়া।

এরপরই পুনরায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে পুনরায় অভিযোগ গঠন করলেন। একই সঙ্গে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

Exit mobile version