Site icon Jamuna Television

টুরিস্ট ভিসা চালু নিয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার

বুধবার ভারতে যাওয়ার সময় সাংবাদিকদের সাথে কথা বলেন ভারতীয় হাই কমিশনার

আখাউড়া প্রতিনিধি :

টুরিস্ট ভিসা চালুর বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেছেন, বর্তমানে দু’দেশের টুরিস্ট ভিসা বন্ধ আছে। তবে ফ্যামিলি ভিজিট, ব্যবসা এবং চিকিৎসাসহ অনেক ভিসা চালু আছে। কোভিট পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হলে টুরিস্ট ভিসা চালু করা সম্ভব হবে।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে নোম্যান্সল্যান্ডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই।

আজ সড়ক পথে ঢাকা থেকে আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের আসামে যান ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই। এ সময় তিনি বলেন, গত চার মাসে দু’দেশে বাণিজ্য বেড়েছে। রেলপথে আমদানি-রফতানিও বেড়েছে। দু’দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে সড়ক, রেল ও নৌ-পথ উন্নত করা হচ্ছে।

ভ্যাকসিন সম্পর্কে তিনি বলেন, ভারতে ভ্যাকসিন উৎপাদন বেড়েছে। আশা করছি, চুক্তিমতো বাংলাদেশকে ভ্যাকসিন দেয়া যাবে। তবে কবে নাগাদ তা সম্ভব হবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প সম্পর্কে বিক্রম দোরাই স্বামী বলেন, রেললাইন নির্মাণ কাজের গতি কোভিডের কারণেই কম। তবে আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করছেন।

স্থলবন্দরে ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার, কসবা সার্কেল এর সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদসহ দু’দেশের একাধিক কর্মকর্তা।

Exit mobile version