Site icon Jamuna Television

ধাওয়ানের দশ বছরের সংসারের ইতি টানলেন আয়েশা

শিখর ধাওয়ান ও আয়েশা মুখার্জির এমন ছবি এখন কেবলই স্মৃতি। ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণার একদিন আগে ব্যক্তিগত জীবনে এক ধাক্কা খেলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। তার স্ত্রী আয়েশা মুখার্জি জানিয়েছেন, একসাথে থাকার প্রায় দশ বছর পর সংসারে ইতি টেনেছেন তিনি, জানিয়েছে ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

মেলবোর্ন নিবাসী বক্সার আয়েশা মুখার্জিকে ধাওয়ান বিয়ে করেন ২০১২ সালে। এর আগে অস্ট্রেলিয়ার এক ব্যবসায়ীর সাথে বিয়ে হয়েছিল আয়েশার। সেই সংসারে আয়েশার ছিল দুই মেয়ে। তাদের অবশ্য ধাওয়ান নিজের কন্যা হিসেবেই স্বীকৃতি দেন। আয়েশা-ধাওয়ানের প্রায় ১০ বছরের দাম্পত্য জীবনে আসে জোরাভার নামের এক পুত্রসন্তান।

বিচ্ছেদের ঘোষণা দিয়ে আয়েশা ইনস্টাগ্রামে লেখেন, বিচ্ছেদ শব্দটাকে আজকের আগ পর্যন্ত খুব খারাপ একটা শব্দ মনে হতো আমার। তবে দ্বিতীয়বারের মতো বিবাহ বিচ্ছেদ ঘটার পর তা আর মনে হচ্ছে না।

ভারতের সাবেক স্পিনার হরভজন সিংয়ের বন্ধু ছিলেন অপেশাদার বক্সার আয়েশা মুখার্জি। হরভজনের মাধ্যমেই আয়েশার সাথে পরিচয় হয় ধাওয়ানের। তারপর সম্পর্ক ধাপে ধাপে গড়ায় প্রণয় ও পরিণয়ে।

বিবাহ বিচ্ছেদের বিষয়ে শিখর ধাওয়ানের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। বর্তমানে তিনি আইপিএল খেলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন আরব আমিরাতে।

Exit mobile version