Site icon Jamuna Television

টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। এই ম্যাচে জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ।

আজ (৮ সেপ্টেম্বর) মিরপুরের ম্যাচেই সিরিজ সংক্রান্ত সকল ভাবনার অবসান ঘটিয়ে ফেলতে চান মাহমুদউল্লাহ। তবে কিউইরাও গত ম্যাচে দেখিয়েছে, সিরিজে ফিরে আসতে মরিয়া হয়ে চেষ্টা চালাবে তারাও।

বাংলাদেশ দলে কোনো পরিবর্তন না থাকলেও নিউজিল্যান্ড একাদশে এসেছে দুটি পরিবর্তন। জ্যাকব ডাফি ও স্কট কুগেলিনের স্থলে একাদশে এসেছেন হামিশ বেনেট ও ব্লেয়ার টিকনার।

Exit mobile version