Site icon Jamuna Television

রুয়েটের বাস চালকের হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

হত্যা মামলার ২৭ বছর পর আপিলে ১৮ আসামি খালাস

ফাইল ছবি।

রাজশাহী ব্যুরো:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাস চালক আব্দুস সালাম হত্যাকাণ্ডে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক অনুপ কুমার এই রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ এপ্রিল রাত সাড়ে নয়টায় পূর্ব বিরোধের জের ধরে রুয়েটের শেখ হাসিনা হলের সামনে আব্দুস সালামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন নিহতের ছেলে পলাশ বাদী হয়ে মতিহার থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে দুই নাবালক ফয়সাল আহম্মেদ সিফাত ও শিমুল ওরফে পলাশসহ সোহেল রানা, নূর নবী হোসেন হৃদয়, আনোয়ার হোসেন সাইমন ও সাব্বিরের বিরুদ্ধে আদলতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। ২৫ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত সোহেল রানা, নূর নবী, সাইমন ও সাব্বিরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিল। মামলার অপর দুই নাবালক আসামির বিচার নারী ও শিশু আদালতে চলমান রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এন্তাজুল হক বাবুর ভাষ্যমতে, তাদের প্রত্যাশা ছিল সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের। তবে আদালতের এ রায়ে সন্তুষ্ট নিহতের পরিবার।

Exit mobile version