Site icon Jamuna Television

গৃহবন্দীর অভিযোগ কাশ্মীরের সাবেক মূখ্যমন্ত্রী মেহবুবার

পিডিপির প্রধান মেহবুবা মুফতি।

আবারও গৃহবন্দী করা হয়েছে জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপল ডেমোক্রেটিক পার্টি-পিডিপির প্রধান মেহবুবা মুফতিকে। মঙ্গলবার তিনি নিজেই এক টুইট বার্তায় এ খবর নিশ্চিত করেছেন। খবর, ইন্ডিয়ান এক্সপ্রেস।

টুইটের সাথে দুটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতে দেখা যায়, তার বাড়ির দরজায় তালা ও বাড়ির সামনে নিরাপত্তা বাহিনীর একটি ট্রাক রাখা আছে। তবে মেহবুবার অভিযোগ অস্বীকার করেছে রাজ্য পুলিশ।

গত বুধবার পাকিস্তানপন্থী নেতা সৈয়দ আলি শাহ গিলানি বন্দী অবস্থায় মারা যায়। এরপর থেকে উপত্যকার শান্তি নষ্ট হওয়ার আশঙ্কায় বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। এছাড়া আফগানিস্তানে সরকার বদলের পর থেকে জম্মু ও কাশ্মীরের উপর রয়েছে কড়া নজর।

Exit mobile version