Site icon Jamuna Television

পিএইচডি, মাস্টার্স ডিগ্রি মূল্যহীন: তালেবান শিক্ষামন্ত্রী

তালেবান সরকারের শিক্ষামন্ত্রী শেখ মৌলভি নুরুল্লাহ মুনি। ছবি: সংগৃহীত।

তালেবান সরকারের শিক্ষামন্ত্রী শেখ মৌলভি নুরুল্লাহ মুনির বলেছেন, পিএইচডি আর মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই।

বুধবার (8 সেপ্টেম্বর) এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

তালেবান সরকারের শিক্ষামন্ত্রী বলেন, আজকের দিনে পিএইচডি আর মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই। মোল্লা আর তালেবান নেতারা ক্ষমতায় এসেছে। তাদের পিএইচডি, মাস্টার্স কিংবা হাইস্কুলের ডিগ্রিও নেই। তারপরও তারা সবচেয়ে বেশি ক্ষমতা রাখে আর তারাই ‘সর্বশ্রেষ্ঠ’।

গত সোমবার থেকে আফগানিস্তানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী ও পুরুষ শিক্ষার্থীদের পর্দার আড়ালে রেখে পাঠদান শুরু হয়েছে।

‘নারীরা শুধু হিজাব পরে মুখ খোলা রেখেই শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে অংশ নিতে পারবে’ এমন প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান। কিন্তু আগে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এসে আফগানিস্তানে নারীদের চলাফেরা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে তালেবান।

তালেবানের উচ্চশিক্ষা মন্ত্রণালয় ওই নির্দেশনায় বলেছে, নারী শিক্ষার্থীদের ক্লাস অবশ্যই নারী শিক্ষকরা নেবেন। নারী শিক্ষক না থাকলে সচ্চরিত্রের বয়স্ক পুরুষ শিক্ষকরাও পড়াতে পারেন।

নির্দেশনায় জানানো হয়েছে, নারী ও পুরুষ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ঢোকা ও বের হওয়ার পথও আলাদা হতে হবে।

Exit mobile version