নিহত শিক্ষার্থী তৌনিক মকবুল।
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে তৌনিক মকবুল (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় দুই জনকে জীবিত উদ্ধার করেছে লাইফগার্ড। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের সী-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত তৌনিক ঢাকার শ্যামলীর আদাবর এলাকার নুরুল আমিনের ছেলে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
তৌনিকের বন্ধু সাদমান সাকিব বলেন, তিন বন্ধু বুধবার কক্সবাজারে বেড়াতে আসেন। বুধবার দুপুরে সীগাল পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যায় তারা। পরে তৌনিককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোয়াদ আহমদ ইয়াছিন নামের আরেক বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ঢাকা মোহাম্মদপুরের মৃত সাজিদুল করিমের ছেলে।
ট্যুরিস্ট পুলিশের এএসপি মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন বন্ধু মিলে সকালে সৈকতে গোসল করতে নেমে তৌনিক মকবুল নামে একজন ভেসে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মুমুর্ষ সোয়াদ আহমদ ইয়াছিন (২২) নামে একজন হাসপাতালে ভর্তি রয়েছে।
Leave a reply