Site icon Jamuna Television

নাসুম-মোস্তাফিজের তোপে ৯৩ রানে গুটিয়ে গেল কিউইরা

ঝাপিয়ে পড়ে ক্যাচ ধরছেন মোস্তাফিজ।

ইনিংসের প্রথম ভাগে নাসুম আহমেদ এবং শেষে মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে মাত্র ৯৩ রানেই অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। কিন্তু তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে নাসুম আহমেদের স্পিন।

প্রথম স্পেলে ফিরিয়েছিলেন ফিন অ্যালেন ও টম ল্যাথামকে। পরের স্পেলে ফিরে এসেই হেনরি নিকোলস ও কলিন ডি গ্র্যান্ডহোমকে ফিরিয়ে নাসুম আবির্ভূত হন কিউইদের জন্য মূর্তিমান ত্রাস হিসেবে। নাসুমের বোলিং ফিগারটাও হয়েছে দেখার মতো, ৪-২-১০-৪!

এর সাথে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামকে চমৎকার টার্নে পরাস্ত করেন মেহেদী হাসান।

১৬ রানে দুই উইকেট হারানোর পর উইল ইয়াংকে নিয়ে ৩৫ রানের জুটি গড়ে পাল্টা আঘাতের পরিকল্পনাই হয়তো করছিলেন টম ল্যাথাম। কিন্তু ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ৫১/২ থেকে ৫২/৫ হয়ে যায় নিউজিল্যান্ড।

তারপর উইল ইয়াং চেষ্টা করেন দলীয় রানকে একশোর ঘরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মোস্তাফিজের তোপে তাও আর সম্ভব হয়নি। ৪৮ বলে ৪৬ রান করে মোস্তাফিজের তৃতীয় শিকার হয়ে ফেরেন ইয়াং। এরপর ব্লেয়ার টিকনারকে আউট করে ৩.৩ ওভারে ১২ রানে ৪ উইকেটের দারুণ বোলিং ফিগার অর্জন করে দ্য ফিজ। আর একশোর আগেই থেমে যায় কিউইদের জন্য বাঁচা-মরার লড়াইয়ের ইনিংস।

Exit mobile version