Site icon Jamuna Television

প্যারিসে ক্রেতা সেজে দুর্ধর্ষ ডাকাতি

প্যারিসের এই দোকানেই হয়েছে দূর্ধর্ষ ডাকাতি।

দিনে দুপুরে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে ফ্রান্সে! ক্রেতা সেজে প্যারিসের বিখ্যাত বিপনী বিতান বাল্গারি স্টোরে অস্ত্র দেখিয়ে ছিনিয়ে নিলো প্রায় ১ কোটি ২০ লাখ ডলার সমমূল্যের অলঙ্কার।

গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে দেশটির রাজধানী প্যারিসে। ক্রেতা সেজে স্যুট-বুট পরেই এক গয়নার দোকানে ঢোকেন তিন ব্যক্তি। অস্ত্র প্রদর্শন করে ছিনিয়ে নেয় মূল্যবান সব অলঙ্কার। অবশ্য পালাতে পারেনি ডাকাত দলটি। মাঝপথেই ধরা পড়েন পুলিশের কাছে।

সম্প্রতি প্যারিসে প্রায়ই ঘটছে এ ধরণের ডাকাতির ঘটনা। গেল জুলাই মাসেও দু’টি বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটে শহরটিতে। এতে ক্ষোভ তৈরি হয় স্থানীয়দের মাঝে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি বাসিন্দাদের।

/এসএইচ

Exit mobile version