Site icon Jamuna Television

শিশুশ্রম নিরসনে সকলকে এগিয়ে আসার আহ্বান পরিকল্পনামন্ত্রীর

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ফাইল ছবি

শিশুশ্রম নিরসনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় শিশুশ্রম নিরসন জরিপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

শ্রম ও কর্মসংস্থান সচিব এহসান-ই এলাহী জানান, শিশু শ্রমিকদের ওপর জরিপের জন্য পর্যাপ্ত জনবল না থাকায়, জনবল বাড়ানোর কথা ভাবছে মন্ত্রণালয়।

আইএলও’র কান্ট্রি ডিরেক্টর বলেন, ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম নিরসনের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন কঠিন হতে পারে।

ইউএইচ/

Exit mobile version