Site icon Jamuna Television

কোটি টাকায় বিক্রি হলো পার্কিং স্পেস

পার্কিং স্পেস, ছবি: সংগৃহীত।

পার্কিং স্পেসের মুল্য কোটি টাকা! অবাক হচ্ছেন তাইনা। অবাক হবার মতই ঘটনা। তবে সাম্প্রতিক এমন একটি ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে।

অনলাইনে অন্তর্ভুক্তির মাত্র দুই দিনের ভিতরেই কোটি টাকায় বিক্রি হলো যুক্তরাজ্যের সার্কাস মিউয়েস এর নিকটে এক পার্কিং স্পেস। এই গ্যারেজটি মাটির নিচেই।

এই সম্পত্তির মালিক, হেলিয়ার বলেন, এটি একেবারেই অবিশ্বাস্য। আমি কল্পনাও করতে পারিনি যে, এত দামে আমি বিক্রি করতে পারব।

অন্যান্য ক্রেতা, যারা এটি কিনতে চেয়েছিলেন , তারা বলেছেন শহরের কেন্দ্রে এমন একটি পার্কিং স্পেস কিনতে পারা আসলেই খুবই ভাগ্যের ব্যাপার।

এই শহরের পরিবেশ সুন্দর ও নির্মল রাখার জন্য, যেসব গাড়িচালকদের গাড়ি থেকে অতিরিক্ত দুষণ হত, তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, গত জুনে হং কং এর একটি পার্কিং স্পেস রেকর্ড ১.৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়। যা এখন পর্যন্ত বিশ্বের সবথেকে বেশী দামে বিক্রি হওয়া গ্যারেজ।

Exit mobile version