Site icon Jamuna Television

সিরিজ জেতানো ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ নাসুম

আজকের ম্যান অফ দ্যা ম্যাচ নাসুম আহমেদ।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের। এই ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) পাঁচ ম্যাচ সিরিজের ৪র্থ ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। এ ম্যাচে নিজের স্পিন জাদুতে কিউইদের নাকাল করেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। আজ ক্যারিয়ার সেরা বোলিং করেছেন নাসুম। ৪ ওভার বোলিং করে ১০ রানের বিনিময়ে শিকার করেছেন ৪টি উইকেট। এ ৪ ওভারের ২টিই আবার মেইডেন!

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরীর প্রশ্নের উত্তরে নাসুম বলেন, সবাইকে ধন্যবাদ। আমি চেষ্টা করেছি পজিটিভ বোলিং করার। আমার সতীর্থরা সর্বপ্রকারের সাপোর্ট আমাকে দিয়েছেন, বিশেষ করে রিয়াদ ভাই। আর ম্যাচ জুড়ে পুরো দলের দৃষ্টিভঙ্গীই ছিল ইতিবাচক।

/এসএইচ

Exit mobile version