Site icon Jamuna Television

টম ল্যাথামের রিয়াদ বন্দনা

মাহমুদুল্লাহ রিয়াদ ও টম ল্যাথাম।

কিউইদের বিপক্ষে এই প্রথম টি-টোয়েন্টি সিরিজে জয় পেলো বাংলাদেশ। আজকের ম্যাচে জিতে ৩-১ ব্যবধানে সিরিজে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। আর আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কিউই অধিনায়ক ভূয়সী প্রশংসা করেছেন টাইগার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদের।

কিউই অধিনায়ক টম ল্যাথাম মনে করেন আজকের ম্যাচে পর্যাপ্ত রান সংগ্রহ করতে না পারাসহ টাইগারদের স্পিন মোকাবেলায়ও সমস্যার সম্মুখীন হয়েছে সফরকারীরা।

ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরীর প্রশ্নের জবাবে কিউই অধিনায়ক টম ল্যাথাম বলেন, উইকেট খুবই স্লো ছিল, আশা করিনি আমরা এত দ্রুত প্রথমদিকের উইকেটগুলো হারাবো। আর পরের ইনিংসে যেহেতু শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়িয়েছে, সে হিসেবে ১০০ বা ১১০ রান সংগ্রহ করা গেলে ম্যাচের ফল ভিন্ন হতে পারতো।

টম আরও বলেন, আজকে অবশ্যই বাংলাদেশ বেটার ক্রিকেট খেলেছে। গুরুত্বপূর্ণ কিছু উইকেট দ্রুত হারিয়ে ফেলেও ওরা দুর্দান্ত কামব্যাক করেছে। আমরা গত দুই ম্যাচ যাবতই চেষ্টা করছি পজিটিভ ক্রিকেট খেলার। কিন্তু মাহমুদুল্লাহ যেভাবে ওর দলকে সাপোর্ট দিয়েছে তা অবশ্যই প্রশংসার যোগ্য।

/এসএইচ

Exit mobile version