Site icon Jamuna Television

লাইফ সাপোর্টে খন্দকার মাহবুব হোসেন

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন। ফাইল ছবি

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।

গত ১৬ আগস্ট খন্দকার মাহবুব হোসেন করোনা পরীক্ষা করান। পরীক্ষায় করোনা পজেটিভ রেজাল্ট এলে ওই দিন সন্ধ্যায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ইউএইচ/

Exit mobile version