ঠাকুরগাঁওয়ে ধানক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

|

ছবি: প্রতীকী

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার ৮ নং বড়বাড়ি ইউনিয়নের সর্বমঙ্গলা গ্রামের পাঁচপীর নামক স্থানে ধানক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। বালিয়াডাঙ্গী থানার অফিসার ওসি হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে পাঁচপীর গ্রামের বাসিন্দা নুর ইসলাম তার ধানক্ষেতে বিষ দিতে গিয়ে মৃতদেহটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটির পরিচয় এখনও পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply