
আজ প্রকাশিত আশরাফ ঘানির সেই টুইট।
আফগান জনগণকে তালেবানের হাতে ফেলে কাবুল ত্যাগ করায় আফগানিস্তানবাসীর কাছে ক্ষমা চেয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত ও পলাতক প্রেসিডেন্ট আশরাফ ঘানি। কাবুলে তালেবানের সরকার ঘোষণার একদিন পরেই এ বিবৃতি প্রকাশ করলেন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের রাজনৈতিক আশ্রয়ে থাকা আফগানিস্তানের সাবেক এ প্রেসিডেন্ট।
আজ বুধবার (৮ সেপ্টেম্বর) ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে একটি বিবৃতি প্রকাশ করেন আশরাফ ঘানি। সেখানে আফগানিস্তান ত্যাগের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান তিনি।
বিবৃতিতে আশরাফ ঘানি বলেন, রক্তপাত এড়াতেই প্রেসিডেন্সিয়াল প্যালেস ত্যাগ করতে হয় আমাকে। বিবৃতিতে তিনি বিপুল পরিমাণ অর্থসহ পালানোর অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আফগান জনগণের সম্পদ নিয়ে পালানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। এটা নিঃসন্দেহে দূর্ভাগ্যজনক যে আমার পূর্ব পুরুষদের মত আমার শাসনামলেরও পতন ঘটছে। আমরা ভিন্নভাবেও শেষ করতে পারতাম, সর্বশক্তি নিয়োগ করেও এমন এক দানবীয় উত্তরাধিকার রেখে আসতে বাধ্য হয়েছি যাদেরকে হারাতে পারিনি।
/এসএইচ



Leave a reply