Site icon Jamuna Television

৭০ লাখ ইসরায়েলির তথ্য হাতিয়ে নেয়ার দাবি হ্যাকারের

প্রতীকী ছবি।

প্রায় ৭০ লাখ ইসরায়েলির ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার দাবি করেছে একজন হ্যাকার। শনকানিচিল নামে এই ব্যক্তি ইসরায়েলি পৌরসভার ব্যবহার করা ‘সিটি৪ইউ’ ওয়েবসাইট হ্যাক করে এই তথ্য হাতিয়ে নিয়েছে। খবর, জেরুজালেম পোস্ট’র।

প্রতিবেদনে বলা হয়েছে, এই হ্যাকারের দাবি সত্য হলে এটাই হবে- ইসরায়েলের ইতিহাসে সব থেকে বড় চুরি। হ্যাকার সত্যি সত্যি ইসরায়েলের ৮০ শতাংশ নাগরিকের তথ্য চুরি করেছেন তার প্রমাণস্বরূপ ইহুদি নাগরিকদের আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্সসহ ব্যক্তিগত তথ্য প্রকাশ করা শুরু করেছেন। 

হ্যাকার  অনেকগুলো পৌরসভার ওয়েবসাইটে গুপ্তপ্রবেশ করে সফলভাবে তথ্য হাতিয়ে নিয়েছেন জানিয়ে তথ্য বিক্রির প্রস্তাব দিচ্ছেন। তবে তার বিক্রয়মূল্য সম্পর্কে কোনো ধারণা দেননি তিনি।

Exit mobile version