পিয়ানিচের মন্তব্যের কড়া জবাব কোম্যানের

|

বার্সোলোনার জার্সিতে পিয়ানিচ

রোন্যাল্ড কোম্যানের কাছ থেকে প্রাপ্য সম্মান পাননি বলে পিয়ানিচ যে অভিযোগ করেছিলেন এবার তার পাল্টা জবাব দেন কোম্যান। পিয়ানিচের চেয়ে ভাল মিডফিল্ডার ক্লাবটিতে আছে বলে মন্তব্য করেন এ বার্সোলোনা কোচ।

কোম্যান বলেন, আমি বুঝতে পারছি একজন খেলোয়াড়ের পক্ষে পারফর্ম করতে না পারা অত্যন্ত হতাশার। কিন্তু বার্সোলোনা যে স্টাইলে খেলে সেখানে তার চেয়ে ভাল মিডফিল্ডার ঐ পজিশনে রয়েছে। তবে তাকে রাখার চেষ্টা আমি করেছি। তার প্রতি শুভকামনাও জানান কোম্যান।

বার্সেলোনা ছাড়ার পর স্থানীয় এক সংবাদ মাধ্যমে বসনিয়ান এই মিডফিল্ডার জানিয়েছিলেন, বার্সায় সময়টা তার ভালো কাটেনি। কোচ রোনাল্ড কোম্যান তাকে কোন ম্যাচেই নামাতেন না। এমনকি অনুশীলনেও দেখতে আসতেননা। কারণ জানতে চাইলে পিয়ানিচের সাথে কথাও বলতে চাইতেননা বার্সা কোচ কোম্যান।

গত মৌসুমেই জুভেন্টাস ছেড়ে বার্সোলোনায় এসেছিলেন পিয়ানিচ। একসময়ের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে স্বীকৃত এ খেলোয়াড় এই দলবদলে যোগ দিয়েছেন টার্কিশ ক্লাব বেসিকতাসে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply