Site icon Jamuna Television

আফগান নারীদের নিয়ে চিন্তিত আইসিসি

তালেবান শাসনামলে আফগান নারীদের ক্রিকেট খেলা নিষিদ্ধ হতে পারে।

তালেবান অধিকৃত আফগানিস্তানে নারীদের ক্রিকেট খেলা নিষিদ্ধের সম্ভাবনায় আশঙ্কা প্রকাশ করেছে বৈশ্বিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

অস্ট্রেলিয়ান সংবাদ সংস্থা এসবিএস নিউজকে দেয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নারীদের খেলাধুলার অনুমোদন দেয়া উচিত হবেনা বলে মন্তব্য করেন তালেবানের সাংস্কৃতিক কমিশনার আহমাদুল্লাহ ওয়াসিক।

আহমাদুল্লাহ ওয়াসিক বলেন, আমার মনে হয়না নারীদের ক্রিকেট খেলার কোনো প্রয়োজন আছে। তার এমন মন্তব্যের প্রেক্ষিতেই আফগান নারী ক্রিকেট দল ও আফগানিস্তানে নারী ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে নারীদের ক্রিকেট খেলা নিষিদ্ধের খবরে আমরা খুবই চিন্তিত। ২০১৭ সালে আইসিসি’র সদস্য হওয়ার পর থেকেই আমরা দেশটির সাথে কাজ করছি। আমাদের পরবর্তি বোর্ড মিটিংয়ে এ ব্যাপারে আমরা বিশেষভাবে আলোচনা করবো।

/এসএইচ

Exit mobile version