কয়েকদিন আগেই ফরাসি ক্লাব পিএসজির খরচ ও খেলোয়াড়দের বয়স নিয়ে খোঁচা দিয়েছিলেন লা লীগা প্রধান জাভিয়ের তেবাস। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পিএসজির সাধারণ সম্পাদক ভিক্টরিয়ানো মেলেরো। তেবাসকে লা লীগার অব্যবস্থাপনা ও ঋণ নিয়ে চিন্তাভাবনা করার পরামর্শ দেন তিনি। খবর বিবিসির।
মেসি রামোসদের বয়স নিয়ে খোঁচা দিয়ে কথা বলা অসম্মানজনক ও অমর্যাদাপূর্ণ বলে উল্লেখ করেন মেলেরো।
তিনি বলেন, বারবার ফ্রেঞ্চ লিগের দল কিংবা খেলোয়াড়দের খোঁচা না মেরে লা লিগার দিকে নজর দিন।
উল্লেখ্য, পিএসজি সুপার লিগের মতই বিপদজনক বলে কয়েকদিন আগে মন্তব্য করেছিলের তেবাস। এটি বুড়োদের ক্লাব বলেও মন্তব্য করেন তিনি।

