Site icon Jamuna Television

কাবুল বিমানবন্দরে হামলা: দেশে নেয়া হয়েছে ২ মার্কিন নৌ সেনার মরদেহ

কাবুল বিমানবন্দরে হামলা: দেশে নেয়া হয়েছে ২ মার্কিন নৌ সেনার মরদেহ

ছবি: সংগৃহীত

কাবুল বিমানবন্দরে আইএস’র হামলায় নিহত ১৩ মার্কিনীর দু’জনের মরদেহ ফিরিয়ে নেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের। আত্মঘাতী বোমা বিস্ফোরণের প্রায় ২ সপ্তাহ পর বুধবার নিজ নিজ শহরে পৌঁছায় ২ সেনার মরদেহ।

২২ বছর বয়সী নৌ-সেনা ম্যাক্সটনের মরদেহ নিয়ে যাওয়া হয় ওহাইয়ো অঙ্গরাজ্যের বার্লিন হাইটসে। মিসৌরির সেন্ট লুইসে নেয়া হয়েছে অপর নৌ সেনা জ্যারেড শিমিটজকে। নিজ নিজ শহরে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানান সাধারণ মানুষ।

গত ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরের গেটের ওই হামলায় ১৩ মার্কিনী ও ১৬৯ আফগান নাগরিকের মৃত্যু হয়।

এনএনআর/

Exit mobile version