Site icon Jamuna Television

বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চলছে, আটক ১

জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর বসিলা সিটির ৪ নম্বর রোডের একটি চারতলা বাড়িতে অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ১ জনকে আটক করেছে র‍্যাব। বাড়িটি থেকে পিস্তলসহ কয়েক রাউন্ড গুলি পাওয়া গেছে। ভোররাত থেকে ঘিরে রাখা ওই বাড়িতে আরও জঙ্গিদের অবস্থান রয়েছে বলে সন্দেহ করছে র‍্যাব।

র‍্যাব ২ এর পক্ষ থেকে অভিযান চালানো চারতলা ওই বাড়িটির মালিক বসিলা সিটির সভাপতি শাহজাহান। বাড়িটিতে ডগ স্কোয়াড ও বোম্ব ডিসেপোজাল ইউনিট প্রবেশ করেছে। এখনও অনুসন্ধান চলছে। ওই বাড়িটিতে বোমা তৈরির সরঞ্জাম থাকতে পারে বলে মনে করছে র‍্যাব।

বসতিদের নিরাপত্তার জন্য সবাইকে যার যার ফ্ল্যাটের একটি নির্দিষ্ট অংশে রাখা হয়েছে। জঙ্গি আটক হয়েছে দোতলার মাঝের ফ্ল্যাট থেকে।

গোপন তথ্যের ভিত্তিতে রাত ৩টায় অভিযান শুরু হয়। আটক ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে র‍্যাব।

Exit mobile version