Site icon Jamuna Television

সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে মামলার রায় আজ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা আজ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন এ মামলার রায় ঘোষণা করবেন। গত ২২ মার্চ রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১১ এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতিতে আদালতে সশরীর বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়।

২০১৫ সালের ১০ আগস্ট সাংবাদিক প্রবীর সিকদার ফেসবুকে তৎকালীন এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। এ ঘটনায় ওই বছর ১৬ আগস্ট তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করা হয়। এরপর ২০১৬ সালের ১৫ মার্চ ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দাখিল করেন।

Exit mobile version